ব্যারাকপুর এর তালপুকুর অঞ্চলের #নিষিদ্ধ_পল্লীতে প্রত্যেক মাসেই আমরা সম্প্রদায়ের শিশুদের জন্য স্কুলে বিকেলের টিফিন সরবরাহ করে থাকি, আজ তার পাশাপাশি ছিল দোল উপলক্ষে রং আবির ইত্যাদি দেওয়ার অনুষ্ঠান। ভীষণ ভালো কাটলো আজকের সন্ধ্যাটা গান আর হৈ হুল্লোর এ। হোলি ভালো কাটুক সবার। Wish you all a very happy #festival_of_colours










