New Garments Distribution for Babanpur Sishu Bhawan
দ্বিতীয় দফার নতুন জামা কাপড় বিতরণ অনুষ্ঠান ব্যারাকপুর শেয়ার ফর কেয়ার এর। বাবনপুর শিশু ভবন এর ৩০ জন ছাত্রর হাতে নতুন জামা কাপড় ও খাদ্য সামগ্রী
Every man is guilty of all the good he did not do
দ্বিতীয় দফার নতুন জামা কাপড় বিতরণ অনুষ্ঠান ব্যারাকপুর শেয়ার ফর কেয়ার এর। বাবনপুর শিশু ভবন এর ৩০ জন ছাত্রর হাতে নতুন জামা কাপড় ও খাদ্য সামগ্রী
হুগলী জেলার খানাকুল ব্লক ১, সাম্প্রতিক বন্যায় সর্বস্রান্ত মানুষের ঢল নেমেছিল গতকাল। আমরা, ব্যারাকপুর শেয়ার ফর কেয়ার এর সদস্যরা পৌঁছে গেছিলাম সাধ্যমত কিছু ত্রাণ নিয়ে। স্থানীয় দুস্থ মানুষদের বক্তব্য অনুযায়ী “কোনো ত্রাণ এখানে পৌঁছায়নি, সব চলে যায় ব্লক ২ তে নয়তো থানায়
আসন্ন দুর্গা পূজা উপলক্ষে ব্যারাকপুর শেয়ার ফর কেয়ার-এর পক্ষ থেকে প্রাপ্তি (Shelter for Urban Homeless) এর ৩০ জন বৃদ্ধ ও বৃদ্ধার হাতে নতুন বস্ত্র ও মিষ্টি তুলে দেওয়া হয়।
শেয়ার ফর কেয়ার সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি ( রেজি নং S0024324 ) র বার্ষিক সাধারণ সভা আজ আয়োজিত হয়েছিল ফিয়েস্তা ব্যাঙ্কোয়েট এ। বিগত বছরের আয় ব্যয়ের হিসাব আজ সদস্যদের কাছে পেশ করা হয়। পরিচালন কমিটির কোনো বিশেষ পরিবর্তন এই বছর করা হয়নি।
ব্যারাকপুরের সংহতি সরণী দুর্গা মণ্ডপে আয়োজিত হয়েছিল একটি বস্ত্রদান অনুষ্ঠানের। স্থানীয় এলাকার ৪০ জন প্রান্তিক মায়েদের হাতে নতুন বছরের উপহার হিসেবে তুলে দেওয়া হয় নতুন শাড়ি। সমগ্র অনুষ্ঠানটির তত্ত্বাবধান করে এলাকার প্রসিদ্ধ ও প্রাচীন সংস্থা নেতাজি সুভাষ সংঘ।
ভোলানন্দ বৃদ্ধাশ্রমের ৪৫ জন আবাসিকদের মধ্যে এবং ব্যারাকপুর স্টেশন চত্বরে শ্রী বজরঙবলীজীর মন্দিরের সামনে ২০ জন প্রান্তিক মানুষের মধ্যে বিকেলের টিফিন বিতরণ করা হয় ব্যারাকপুর শেয়ার ফর কেয়ার সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির
শান্তনু ঘোষের কন্যা শরণ্যা র জন্মদিন পালন হল এই পরিজনহারা মানুষগুলোর সাথে। ভীষণ শান্তি পাই এনাদের মাঝখানে এনাদের সাথে গল্প করে… ভালো থাকবেন আপনারা, শরন্যা কে অনেক আশীর্বাদ ।
শেয়ার ফর কেয়ার সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি
আমাদের ছোট্ট সোসাইটির তরফ থেকে ২৪ ঘণ্টার মধ্যে ওনার হাতে ৭ হাজার টাকা তুলে দিই, এবং প্রতিশ্রুতি দিই আরো কিছু টাকা আগামী কয়েকদিনের মধ্যে ওনার হাতে তুলে দেবার। ওনার মা তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন এই কামনা করি।