Garment Distribution at Sanghati Sarani
ব্যারাকপুরের সংহতি সরণী দুর্গা মণ্ডপে আয়োজিত হয়েছিল একটি বস্ত্রদান অনুষ্ঠানের। স্থানীয় এলাকার ৪০ জন প্রান্তিক মায়েদের হাতে নতুন বছরের উপহার হিসেবে তুলে দেওয়া হয় নতুন শাড়ি। সমগ্র অনুষ্ঠানটির তত্ত্বাবধান করে এলাকার প্রসিদ্ধ ও প্রাচীন সংস্থা নেতাজি সুভাষ সংঘ।