Every man is guilty of all the good he did not do

International Women’s Day 2025 Celebration

#বিশ্ব_নারী_দিবস উপলক্ষে ব্যারাকপুর শেয়ার ফর কেয়ার এর তরফ থেকে আয়োজন করা হয়েছিল একটি #সচেতনতা মূলক সেমিনার ও #সাংস্কৃতিক অনুষ্ঠানের। ড: চন্দ্রানী পাল বক্তব্য রাখেন ফিমেল ওয়েলবিং এবং ফিমেল ক্যান্সার নিয়ে। অনুষ্ঠানে আমাদের উৎসাহ দিতে উপস্থিত ছিলেন বিধায়ক মাননীয়া মঞ্জু বসু মহাশয়া। উপস্থিত ছিলেন #স্যাক্রেড_হার্ট ডে স্কুল (ব্যারাকপুর) এর প্রিন্সিপাল ক্যামেল জনসন ম্যাডাম, দুর্বার মহিলা সমন্বয় সমিতির সাংস্কৃতিক গ্রুপ #কোমল_গান্ধার, যৌণ কর্মীদের সন্তানদের গড়ে তোলা #আমরা_পদাতিক এর সদস্যরা ও ছোট ছোট বন্ধুরা, উপস্থিত ছিল ২৫ সেকেন্ডে ৫০ টি দেশের জাতীয় পতাকা চিহ্নিত করে #ইন্ডিয়া_বুক_অফ_রেকর্ডস এ নাম তোলা ছোট্ট মেয়ে তনিষ্কা, #মহিলা_তবলা_বাদক শ্রীমতী সুনয়না ঘোষ, ছিলেন আর্ট_অফ_লিভিং_ফাউন্ডেশন এর কর্ণধার এডভোকেট সোনি বাগচী যিনি একজন সিঙ্গেল মাদার এবং এডপ্ট করেছেন দুটি অনাথ শিশু সন্তানকে। শেয়ার ফর কেয়ার কুর্নিশ জানায় এইসব মহান নারীদের ।

ভীষণ ভাবে উদ্বুদ্ধ করে গেছেন #প্রাপ্তি_বৃদ্ধাবাসের আবাসিক মাসিমারা এই অনুষ্ঠানে তাদের পায়ের ধুলো দিয়ে, উল্লেখ্য, ৩ টি প্রজন্ম গতকাল একসাথে প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের শুভ সূচনা করেন।

ছিলেন #রক্ত_আন্দোলনের যোদ্ধা শ্রী ভাস্কর ঘোষ, ব্যারাকপুর ভলান্টারি ব্লাড ডোনর্স ওয়েলফেয়ার সোসাইটির কর্ণধার শ্রী প্রদীপ পাত্র ও সম্পাদিকা শ্রীমতী সহেলী সাহা এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্ব গণ। এছাড়াও সমগ্র অনুষ্ঠান জুড়ে প্রত্যেকের ডায়েট কনসাল্ট, সুগার/ প্রেশার/ ওয়েট চেক আপ করার ব্যবস্থা করা হয়।

যাদের সহযোগিতা ছাড়া এই কর্মকান্ড অসম্ভব ছিল তারা হলেন

#Neotia_Bhagirathi_Woman_and_Childcare_Centre (Newtown)।

আমরা আমাদের দায়িত্ব পালন করার চেষ্টা করেছি বছরের প্রতিদিনের মত , সমাজের কাছেও আবেদন রইল আমাদের প্রতি তাদের দায়িত্ব টুকু পালন করার!

কৃতজ্ঞতা:

Manju Basu

Timeon News টাইম অন নিউজ ,

বিশ্ব বঙ্গ চ্যানেল, Bengal To Day , 24 Ghanta online,

Sukanta Sarkar ( Safallya Banquet), BARRACKPORE MUNICIPALITY , Subhadeep BanerjeeAvik DasRabi BiswasSreemana Das DeyBhaskar GhoshNeotia Bhagirathi Woman and Child Care Centre🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

© তানিয়া সেনগুপ্ত সম্পাদক ব্যারাকপুর শেয়ার ফর কেয়ার সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি ( রেজি নং S০০২৪৩২৪)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top