Every man is guilty of all the good he did not do

মহিলা পরিচালিত স্বেচ্ছাসেবী এনজিও ব্যারাকপুর শেয়ার ফর কেয়ার সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি র #নারী_দিবস উদযাপিত হলো গতকাল। অনুষ্ঠানের সূচনা হয় প্রখ্যাত #ব্লগার এন্টারটেইনার শ্রীমতী ঝিলাম গুপ্তার ( Jhilam Gupta ) হাতে প্রদীপ প্রজ্বলনের দ্বারা। #লোক_সঙ্গীত শিল্পী শ্রীমতী টুন্না মজুমদার (পশ্চিমবঙ্গ তথ্য সংস্কৃতি বিভাগ এর শিল্পী), সাগরিকা চ্যাটার্জি( ড্রিমল্যান্ড স্কুল ও স্বপ্নভূমি সংস্থার কর্ণধার), জয়ন্তী রায়(লিগ্যাল সেল, কলকাতা কর্পোরেশন), #অভিশ্রী কালচারাল ফাউন্ডেশন এর শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন। শ্রীমতী মনিকা জানা ( #মহিলা_রেফারি, FIFA প্যানেল) র হাত দিয়ে শেয়ার ফর কেয়ার এর অফিসিয়াল ওয়েবসাইট (https://bkpshareforcare.org ) এর #লঞ্চিং হয়। অনুষ্ঠানে #রূপান্তর_কামী লেখিকা অণুপ্রভা দাশ মজুমদার নারী দিবসের স্বার্থকতা নিয়ে বলেন। উপস্থিত ছিলেন #দুর্বার মহিলা সমন্বয় সমিতির প্রেসিডেন্ট মর্জিনা বিবি ও যৌণ কর্মীরা, আনন্দম (LGBTKH অর্গানাইজেশন কলকাতা) এর রাজকুমার ও লোনা, #কোমল_গান্ধার (কালচারাল উইংস দুর্বার), বন্দনা ড্যান্স গ্রুপ এর সংস্থার পাশাপাশি মহিলা #টোটো_চালিকা বনানী ও বৃষ্টি, #মহিলা_ফুডডেলিভারি গার্ল পিয়া(Swiggy) সাথী (Zomato), #মহিলা_হকার চায়না ও অঙ্কিতা, মহিলা সাফাই কর্মী হাসিলতা ও সুপর্ণা, #মহিলা_পরিচারিকা আরতি ডলি রুমা মেঘা, মোহনপুর পঞ্চায়েত এর কাউন্সিলর (৮ নং ওয়ার্ড) শ্রীমতী রাখী দাস বিশ্বাস এবং শ্রীমতী মিতালী সাহা (অফিসার ইন চার্জ, ব্যারাকপুর উইমেন্স সেল)। সঞ্চালনায় ছিলেন বর্ধমানের শ্রীমতী শিল্পী দে ( art of living)। উপস্থিত সকল অতিথি ও দর্শকদের ব্যারাকপুর শেয়ার ফর কেয়ার এর তরফ থেকে ধন্যবাদ। ধন্যবাদ শ্রী সুকান্ত সরকার ( কর্ণধার, কারী ক্লাব, ফিয়েস্তা ব্যাঙ্কয়েট, সাফল্য ব্যাঙ্কয়েট) কে যিনি প্রতিবার আমাদের অনুষ্ঠানের ঝক্কি গুলো সামলে দেন হাসিমুখে ও অসাধারণ আতিথেয়তায়। ধন্যবাদ আমাদের সকল বন্ধু ও শুভানুধ্যায়ীদের যারা প্রতি নিয়ত উদ্বুদ্ধ করছেন শেয়ার ফর কেয়ার কে এগিয়ে যাওয়ার জন্য। ধন্যবাদ শ্রী সৈকত গাঙ্গুলি (কর্নধার, টাইম অন নিউজ) কে যিনি তার সংস্থা কে আমাদের অফিসিয়াল #মিডিয়া_পার্টনার হিসেবে স্বীকৃতি দিয়েছেন। ধন্যবাদ অরিন্দম চ্যাটার্জি ( বিশ্ব বঙ্গ নিউজ) কে যিনি আমাদের অনুষ্ঠানটি কে ইউটিউব আপলোড করেছেন। পরিশেষে,কৃতজ্ঞতা জানাই সেই সমস্ত #ফেসবুক_বন্ধুদের যারা আমাদের কাজের ছবি দেখে লাইক কমেন্ট করে উৎসাহ দেন প্রতি নিয়ত 🙏🙏🙏
©তানিয়া সেনগুপ্ত
সম্পাদক, ব্যারাকপুর শেয়ার ফর কেয়ার (S0024324)
Scroll to Top