Social Work

New Garment Donation on Dipawali

ব্যারাকপুর শেয়ার ফর কেয়ার এবং মসজিদ মোড় যুবক সংঘের যৌথ উদ্যোগে আয়োজিত হয়েছিল বস্ত্র বিতরণ অনুষ্ঠান। শুভ দীপাবলীর আলোকে প্রজ্বলিত সন্ধ্যায় ক্লাব প্রাঙ্গণে ৫০ জনের হাতে তুলে দেওয়া হয় নতুন শাড়ি। অনুষ্ঠানে শেয়ার ফর কেয়ার এবং যুবক সংঘের কর্ম কর্তারা উপস্থিত ছিলেন।