হুগলী জেলার খানাকুল ব্লক ১, সাম্প্রতিক বন্যায় সর্বস্রান্ত মানুষের ঢল নেমেছিল গতকাল। আমরা, ব্যারাকপুর শেয়ার ফর কেয়ার এর সদস্যরা পৌঁছে গেছিলাম সাধ্যমত কিছু ত্রাণ নিয়ে। স্থানীয় দুস্থ মানুষদের বক্তব্য অনুযায়ী “কোনো ত্রাণ এখানে পৌঁছায়নি, সব চলে যায় ব্লক ২ তে নয়তো থানায়….”। আমাদের ওই সামান্য কয়েকটা জিনিস ( ডাল, আলু, সয়াবিন, তেল, চিড়ে , বাতাসা, সাবান, জামাকাপড়) পেয়েই তারা খুশি। কিন্তু আমরা পুরোপুরি খুশি হতে পারলাম না! ইচ্ছা থাকলেও ৭০ টি পরিবারেই আমরা খাবার দিতে পেরেছি, সাধ থাকলেও সাধ্য আমাদের সীমিত। ছোট ছোট মুখগুলো যখন বলছে “আন্টি ফটো তোলো সেগুলো দেখে লোকেরা এখানে আসবে” তখন কোথাও একটা জ্বালা ধরছিল ভেতরে!
কৃতজ্ঞতা: ড :দোয়েল দে এবং রাজা রামমোহন রায় মহাবিদ্যালয় ( খানাকুল) এর সকল কর্মীবৃন্দ
এবং শেয়ার ফর কেয়ার এর সকল সদস্যবৃন্দ
© তানিয়া সেনগুপ্ত সম্পাদক, ব্যারাকপুর শেয়ার ফর কেয়ার সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি (S0024324)