ব্যারাকপুর অঞ্চলের এই টোটো চালক ভাই আমাদের খোঁজ পেয়ে আসেন তার মায়ের ডায়ালিসিস বন্ধ হয়ে যাওয়ার সমস্যা নিয়ে। ডায়ালিসিস এর জন্য যে ফিসচুলা চ্যানেলটি প্রয়োজন সেটি ব্লকড হয়ে যাবার কারনে তার মায়ের এনজিওপ্লাস্টি র আসু প্রয়োজন, এবং এটি করতে প্রায় ১ লাখ টাকার দরকার। উনি ওনার পরিচিত কিছু জায়গা থেকে সাহায্য পেয়েছেন। আমরা আমাদের ছোট্ট সোসাইটির তরফ থেকে ২৪ ঘণ্টার মধ্যে ওনার হাতে ৭ হাজার টাকা তুলে দিই, এবং প্রতিশ্রুতি দিই আরো কিছু টাকা আগামী কয়েকদিনের মধ্যে ওনার হাতে তুলে দেবার। ওনার মা তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন এই কামনা করি।
বিন্দুতে সিন্ধু তৈরি হয় আমরা সবাই জানি, আর আমরা সবাই সামাজিক জীব তাই সবার কিছু দায়িত্ব আছে এই সমাজের প্রতি বলে আমরা মনে করি। একা অনেক কিছু করা যায়না কিন্তু অনেকে মিলে একটা কাজ সুষ্ঠ ভাবে অবশ্যই করা যায় তার প্রমাণ আমরা প্রতি নিয়ত পেয়ে যাচ্ছি।
অসংখ্য ধন্যবাদ আমাদের সদস্যদের যারা এই যুদ্ধকালীন তৎপরতায় তাদের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন
আমরা চেষ্টা করি প্রতিনিয়ত মানুষের পাশে থাকার..
তানিয়া সেনগুপ্ত, সম্পাদক, ব্যারাকপুর শেয়ার ফর কেয়ার সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি ( ০০২৪৩২৪)